হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কন্যা সন্তান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার পক্ষ থেকে বান্দার জন্য এক বিশেষ নিয়ামত ও রহমত! স্বভাবতই কন্যাদের পিতাগণ বিয়ে উপযোগী কন্যা নিয়ে চিন্তিত থাকেন যে, ’কেমন পাত্রের সঙ্গে মেয়েকে বিয়ে দিব’?
ইমাম হাসান মুজতবা (আ.) বলেন,
زَوِّجْها مِنْ رَجُلٍ تَقیٍّ فَاِنَّهُ اِنْ اَحَبَّها اَکْرَمَها وَ اِنْ اَبْغَضَهالَمْ یَظْلِمْها.
তোমার মেয়েকে একজন ধার্মিক ব্যক্তির সাথে বিয়ে দাও; কারণ সে যদি তোমার মেয়েকে পছন্দ করে ও ভালোবাসে, তবে সে তাকে (সশ্রদ্ধ ও সাদরে) দেখভাল করবে এবং যদি সে তাকে পছন্দ ও ভালো নাও বাসে, তবুও সে (অন্তত) তার ওপর অত্যাচার করবে না।
[মাকারেমুল আখলাক, পৃষ্ঠা- ২০৪]
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সন্তানদের জন্য ধার্মিক সুপাত্র ও সুপাত্রী দান করুক। আমিন ইয়া র'ব্বাল আলামিন।